ঢাকা     বুধবার   ১৯ মার্চ ২০২৫ ||  চৈত্র ৬ ১৪৩১

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৮ মার্চ ২০২৫  
সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে সাইদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে ঘটনাটি ঘটে। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া সাইদুল ইসলাম একই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ জানায়, আজ ভোরে বাড়ির উঠনে থাকা টিউবওয়েলের কাছে যান সাইদুল। এসময় ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে তিনি মাটিতে পরে যান। পরে পরিবারের লোকজন তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদুল হক বলেন, “আজ ভোরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনের সামনে ঘটনাটি ঘটায় তারা মরদেহের ময়নাতদন্ত চাননি। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়