কোটি টাকার ভারতীয় পণ্যের চোরাচালান আটক
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

হবিগঞ্জ জেলার মাধবপুরে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজিল আহমেদ এ তথ্য জানান।
আটক করা পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ২০০টি ভারতীয় স্কিনশাইন ক্রিম, ৮৭১টি ফেসওয়াশ ও ৯৮০ প্যাকেট ভারতীয় ট্যাংক।
লেফট্যানেন্ট কর্নেল তানজিল বলেন, “৫৫ বিজিবির বিশেষ দল সোমবার সকালে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটি রেখে চালক পালিয়ে যায়। পরে এর ভেতর থেকে ৪৩ হাজার ২০০টি ভারতীয় স্কিনশাইন ক্রিম, ৮৭১টি ফেসওয়াশ ও ৯৮০ প্যাকেট ভারতীয় ট্যাংক উদ্ধার করেছে বিজিবি।”
তিনি বলেন, “আটক করা এসব প্রসাধনী ও ট্যাংকের বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ ৮ হাজার ৪০০ টাকা। মামলার পর এগুলো হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তর করা হবে।”
হবিগঞ্জ/মামুন/এসবি