বাগেরহাট শিশু পরিবারে দুদকের অভিযান
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বাগেরহাট সরকারি শিশু পরিবারে দুদকের অভিযান
বাগেরহাট সরকারি শিশু পরিবারে নিম্নমানের খাবার পরিবেশন, আবাসন অব্যবস্থাপনা, শিশুদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাট শহরতলীর দশানীর পচাদিঘির পাড়ে অবস্থিত সরকারি শিশু পরিবারে এ অভিযান পরিচালিত হয়।
দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী অভিযান চলে। অভিযানে সরকারি বরাদ্দের তুলনায় কম পরিমাণে ও নিম্নমানের খাবার সরবরাহ, শিশুদের জামাকাপড় ও প্রয়োজনীয় সামগ্রী নির্ধারিত সময়ে না দেওয়া, ন্যূনতম চিকিৎসাসেবা না পাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য নির্ধারিত ভাতা কর্তৃপক্ষ আত্মসাৎসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
শিশু পরিবারের কয়েকজন কিশোরী অভিযোগ করে বলেন, “আমাদের খাবারের মান খুব খারাপ। নির্ধারিত সময়েও নতুন জামাকাপড়, মশারি, বালিশ বা তোশক দেওয়া হয় না। চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছি। এমনকি ইফতারেও আমাদের কম খাবার দেওয়া হয়।”
দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, “আমরা অনেক অনিয়মের তথ্য পেয়ে অভিযান চালিয়েছি। সরকারি এতিমখানায় এমন অব্যবস্থাপনা দুঃখজনক। তদন্তে এসব অভিযোগের সত্যতা মিলেছে। শিশুদের দিয়ে রান্নার কাজ করানো হয় বলেও অভিযোগ রয়েছে। অভিযানে পাওয়া কাগজপত্র ও তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।”
তিনি আরো জানান, শিশুদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/শহিদুল/বকুল