ঢাকা     বুধবার   ১৯ মার্চ ২০২৫ ||  চৈত্র ৬ ১৪৩১

গ্রামবাসীকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা দিলেন হামজা 

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১৮ মার্চ ২০২৫   আপডেট: ২০:০১, ১৮ মার্চ ২০২৫
গ্রামবাসীকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা দিলেন হামজা 

গ্রামের মানুষকে অর্থ সহায়তা দেন হামজা দেওয়ান চৌধুরী

হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ গ্রাম স্নানঘাটের মানুষের অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তিনি এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন তিনি। এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

হামজা নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদ্রাসা নির্মাণ করেছেন। বিনামূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগে করে দিয়েছেন। এ দিন বিকেলে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি।

হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী জানান, প্রতি বছরই হামজা গ্রামের অসহায়দের জন্য অর্থ সহায়তা পাঠান। মসজিদ, মাদ্রাসা ও দরিদ্রদের সহায়তা করতে পছন্দ করেন হামজা। নিজ অর্থায়নে মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করছেন। 

আরো পড়ুন:

সোমবার (১৭ মার্চ) দুপুরে যুক্তরাজ্য থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন হামজা। তাকে বরণ করে নিতে সকাল থেকে বিমানবন্দরে ভিড় করেন মিডিয়াকর্মী ও ভক্তরা। এরপর বিকাল সাড়ে ৩টায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। স্মরণীয় এ সফরে তার সঙ্গী রয়েছেন মা, স্ত্রী ও সন্তানরা।

হামজা চৌধুরীর চাচা দেওয়ান মাসুদ জানান, ২০১৪ সালে সর্বশেষ দেশে এসেছিলেন হামজা। ২০২২ সালে হামজার বিয়ে হয়। তাদের আগমন ঘিরে এলাকার মানুষ উচ্ছ্বসিত।

হামজা চৌধুরীর বাবা জানান, অনেকে হামজাকে সংবর্ধনার আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু তিনি মানা করেছেন। রমজান মাসে পুরো পরিবার লম্বা সফর করেছে।

তিনি আরো জানান, যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসেছে, তাই সবার সম্মানে নিজে বাড়িতে ইফতারের ছোট্ট আয়োজন করেছেন তিনি। 

ঢাকা/মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়