ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

থানায় ঢুকে ‌‘মেজর রায়হান’ পরিচয়ে হুমকি, যা জানা গেল

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৯ মার্চ ২০২৫   আপডেট: ১৩:১৯, ১৯ মার্চ ২০২৫
থানায় ঢুকে ‌‘মেজর রায়হান’ পরিচয়ে হুমকি, যা জানা গেল

মেজর নন, মোস্তফা কামাল নামে এই ব্যক্তি সেনাবাহিনীর সার্জেন্ট ক্লার্ক ছিলেন।

মুন্সীগঞ্জের টংগিবাড়ী থানায় ঢুকে ‌‘মেজর রায়হান’ পরিচয় দিয়ে পুলিশকে হুমকি-ধমকি দেন এক ব্যক্তি। ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে তার পরিচয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিদুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে টংগিবাড়ী থানায় প্রবেশ করেন ওই ব্যক্তি। 

টংগিবাড়ী থানার পুলিশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, ওই ব্যক্তির প্রকৃত নাম মোস্তফা কামাল। তিনি ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট ক্লার্ক। অবসর নিয়েছেন তিনি। মোস্তফা কামালের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর মহল্লায়।

আরো পড়ুন:

ওসি বলেন, দুপুরে টংগিবাড়ী থানায় এসে নিজেকে সেনাবাহিনীর ‌‌‌‘মেজর রায়হান’ পরিচয় দিয়ে এসআই রহিমকে একটি মামলার ব্যাপারে হুমকি দেন। তার গতিবিধি সন্দেহজনক দেখে তার কছে পরিচয়পত্র চাইলে তিনি গড়িমসি শুরু করেন। পরে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট ক্লার্ক। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, সেনাবাহিনীর কর্মকর্তাদের ব্যবহৃত একটি ক্যাপ জব্দ করা হয়, জানান ওসি। বুধবার (১৯ মার্চ) তাকে আদালতে পাঠানোর কথা।

ঢাকা/রতন/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়