খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সদস্য নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা তাইন্দং হেডম্যান পাড়া এলাকার এই ঘটনায় আরেকজন নারী আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম অস্তিন ত্রিপুরা। তিনি মায়া কুমারপাড়ার বাসনা ত্রিপুরার ছেলে। তার বোন তারাপতি আহত হয়েছেন।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, তাদের সাধারণ কর্মীদের ওপর অর্তকিতে হামলা চালালে অস্তিন ত্রিপুরা ঘটনাস্থলে মারা যান। এ ঘটনা জন্য তিনি সন্তু লারমা জেএসএসকে-কে দায়ী করেছেন।
অভিযোগের বিষয়ে সন্তু লামরা দলের পক্ষের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনার কথা শুনেছি। এলাকাটি দুর্গম হওয়ায় এখনো নাম-ঠিকানা জানা যায়নি। তবে সেখানে পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে ১৬ মার্চ রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়ার তৈ মেদুং পাহাড়ে দুর্বৃত্তদের গুলিতে নির্মল খীসা (৩২) নামে এক যুবক নিহত হন। তিনি ইউপিডিএফের কর্মী ছিলেন। নিহত নির্মল নানিয়ারচর উপজেলার নানিয়াচর ইউনিয়নের ইউনিয়নের তৈ-চাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।
পাহাড়ে প্রায়ই আন্তঃদলীয় কোন্দলের জেরে গুলির ঘটনা সামনে আসে।
ঢাকা/রূপায়ন/রাসেল