তল্লাশি করতে উঠল পুলিশ, ট্রাক নিয়ে চলল ডাকাত, অতঃপর...
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর উঠে তল্লাশি চালানোর সময় পুলিশের এক সদস্যকে নিয়েই ট্রাক ছেড়ে পালানোর চেষ্টা করে ডাকাতদল। ওই পুলিশ সদস্যের নাম মামুন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মামুনের সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া দিয়ে দুজনকে আটক করতে সক্ষম হন। সেই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) গভীর রাতে দিরাই-মদনপুর সড়কে ট্রাকটি দাঁড়িয়ে ছিল, যেখানে তল্লাশি চালাতে তার ওপরে ওঠেন পুলিশ সদস্য মামুন। তখন ট্রাকটি তাকে নিয়ে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পর্যন্ত চলে যায়; তারপর তারা ধরা পড়েন।
দিরাই থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার শরীফপুর এলাকায় দিরাই-মদনপুর সড়কে গভীর রাতে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে দিরাই থানা পুলিশের টহল দল। সন্দেহ হলে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চান তারা। সদুত্তর না পাওয়ায় ট্রাকে কোনো অবৈধ পণ্য আছে কি না, তা তল্লাশি চালানোর জন্য ট্রাকের ওপরে উঠেন পুলিশ সদস্য মামুন। পরে দ্রুত গতিতে গাড়িটি পুলিশ সদস্যকে নিয়েই চলতে থাকে।
পুলিশ বলছে, টহল গাড়ি নিয়ে ডাকাতদের ধাওয়া করেন তারা। ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়। এতে ডাকাত দলের দুই সদস্য আহত হন। পরে তাদের আটক করা হয়।
ওসি আব্দুর রাজ্জাক রাইজিংবিডি ডটকমকে বলেন, ডাকাতদলের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/মনোয়ার/রফিক