ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

রাজবাড়ীতে ৩ ছাত্রকে ‘বলাৎকারচেষ্টা’, শিক্ষক আটক

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১৯ মার্চ ২০২৫  
রাজবাড়ীতে ৩ ছাত্রকে ‘বলাৎকারচেষ্টা’, শিক্ষক আটক

ফাইল ফটো

রাজবাড়ীর কালুখা‌লি‌তে ‌তিন ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে এক মাদরাসা শিক্ষক‌কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার হরিণবাড়িয়ার একটি মাদরাসা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্তের নাম আব্দুল্লাহ আল মামুন।

অভিযোগের বরাতে কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন তিন ছাত্রকে গত তিন মাস ধরে নানা বাহানায় নিজের রুমে ডেকে বলাৎকারের চেষ্টা করেন। ভয়ে শক্ষার্থীরা নিজেদের পরিবারকে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে ওই শিক্ষককে আটক করেন। ওই শিক্ষক দোষ স্বীকার করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। 

আরো পড়ুন:

তিনি আরো জানান, এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়