গ্রেপ্তার আরাকান আর্মির ৪ সদস্যসহ ১০ জনের নামে দুই মামলা
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ময়মনসিংহে গ্রেপ্তার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যসহ ১০ জনের নামে পৃথক দুইটি মামলা হয়েছে। মামলায় ১২ভরি স্বর্ণালংকার ও ৩০ লাখ টাকা জব্দ দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে র্যাব ১১-এর সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা দুইটি করেন। থানার ওসি শফিকুল ইসলাম খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- হাসান, আসমাউল হোসনা, শাহিদ, শাহিনা, সোনোয়ারা, আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, মনিরুজ্জামান, সলিমুল্লাহ ও আসমতউল্লাহ।
এর আগে, গত সোমবার মধ্যরাত পৌনে ৩টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি নামে একটি বহুতল ভবনের ১০ তলার এ ব্লক থেকে দুই শিশুসহ ৬ জনকে আটক করা হয়।
ওসি শফিকুল ইসলাম খান বলেন, “চারজনকে ময়মনসিংহ ও ছয়জনকে নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে পরিকল্পনা করছিলেন। আসামিরা নারায়ণগঞ্জ রয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মিলন/মাসুদ