বগুড়ায় বাস চলাচল স্বাভাবিক
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দুপুর ১টা থেকে কর্মবিরতি উঠিয়ে নেওয়া হয়। এরপর থেকে প্রত্যেকটি রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বগুড়ার দুই মোটর শ্রমিক নেতার উপর হামলায় জড়িতদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়ার পর শ্রমিকদের কর্মবিরতি উঠিয়ে নিয়েছে সংগঠনটি।
বুধবার (১৯ মার্চ) দুপুর ১টা থেকে কর্মবিরতি উঠিয়ে নেওয়া হয়। এরপর থেকে প্রত্যেকটি রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ।
পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন, “বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলীর উপর হামলার ঘটনার সাথে জড়িত সকলকে আগামী তিনদিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে বেধে দেয়া সময়সীমার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে না পারলে পরবর্তী কর্মসূচী দেয়ার কথা জানানো হয়েছে।”
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালিত অটোরিকশা চালকদের উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। তাদের থামাতে গিয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী আহত হন। পরে স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই হামলার জের ধরে বুধবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠি-সোটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। আকস্মিকভাবে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এছাড়া ঐ ঘটনার জেরে বুধবার বেলা ১১টার দিকে পরিবহন শ্রমিকরা স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের দুইটি আড়তে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
ঢাকা/এনাম/এস