অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে: সিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

চট্টগ্রাম মহানগরীর ১৬টি থানা এলাকায় চলমান বিশেষ অভিযানের আওতায় ৩ শতাধিক আসামি গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারীসহ বিভিন্ন ধরনের অপরাধের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঈদকে সামনে রেখে নগরবাসীর নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করার পাশাপাশি চুরি ছিনতাই রোধে পুলিশি টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
সিএমপির জনসংযোগ বিভাগের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমরান জানান, নগরে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে সিএমপির বিশেষ অভিযান চালমান আছে। অভিযানের আওতায় গত এক সপ্তাহে মহানগরীর ১৬টি থানা এলাকা থেকে ৩ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ আভিযানিক দল ঢাকার বসুন্ধরা সিটিতে অভিযান চালিয়ে গত ১৫ মার্চ রাতে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ প্রকাশ ছোট সাজ্জাদকে।
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, চট্টগ্রাম মহানগরকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সন্ত্রাসী, চাঁদাবাজসহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করছে। ঈদকে সামনে রেখে নগরবাসীর নির্বিঘ্ন কেনাকাটা নিশ্চিত করার পাশাপাশি চুরি ছিনতাই রোধে পুলিশি টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম ইউনিট. সোয়াত টিমসহ পুলিশের সবগুলো ইউনিট অপরাধীদের বিরুদ্ধে মাঠে রয়েছে বলে জানান তিনি।
ঢাকা/রেজাউল/বকুল