ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

নারায়ণগঞ্জ ডিসি বাংলোর সামনে ছিনতাইয়ের শিকার দম্পতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ২০ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৩৩, ২০ মার্চ ২০২৫
নারায়ণগঞ্জ ডিসি বাংলোর সামনে ছিনতাইয়ের শিকার দম্পতি

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের কালিরবাজারে ট্রেন স্টেশনে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক দম্পতি। 

বৃহস্পতিবার (২০ মার্চ ) ভোর সাড়ে ৫ টার দিকে নগরীর খানপুরে ডিসির বাংলো সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার হওয়া কিল্লারপুলস্থ ডিপিডিসির অফিসের কর্মচারী মো. সজিব মিয়া বলেন, “গ্রামের বাড়ি জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী-সন্তানসহ রওনা দিয়েছিলাম কমলাপুরে। সেখান থেকে ট্রেনে জামালপুরে যাওয়াই ছিল উদ্দেশ্য। তবে নারায়ণগঞ্জের ট্রেন স্টেশনে যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে আমাদের বহনকারী অটোরিকশাটি থামায় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি। তাদের হাতে বড় আকারের দুটি ধারালো ছুরি ছিল। ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে আমার সাথে থাকা মোবাইল ও নগদ দুই হাজার টাকা, আমার স্ত্রীর কানের দুল ও আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।”

তিনি অভিযোগ করে বলেন, “এখানে পুলিশের নজরদারী কম থাকে। এর আগেও এখানে ছিনতাই হয়েছে। তবে কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে ছিনতাইকারীরা এ স্থানটিকে তাদের ছিনতাইয়ের জন্যে বেছে নেয়।” 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ বলেন, “বিষয়টি আমাদের জানা নেই। ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের টহল টিম সার্বক্ষণিক কাজ করছে। নজরদারি আরও বাড়ানো হবে।”

ঢাকা/অনিক/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়