ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বেতারের উপ-আঞ্চলিক পরিচালককে অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২০ মার্চ ২০২৫  
চট্টগ্রাম বেতারের উপ-আঞ্চলিক পরিচালককে অবরুদ্ধ

উপ-আঞ্চলিক পরিচালক শরীফ মাহমুদ অপু

চট্টগ্রামস্থ বাংলাদেশ বেতারের উপ-আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ২টা থেকে নগরীর আগ্রাবাদস্থ নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে গ্রেপ্তারের দাবি জানায় শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। শিক্ষার্থীদের দাবি, গত বছরের ৪ আগস্ট অপুর স্বাক্ষরিত চিঠিতে কারফিউ জারি হয়েছিল। তাই তাকে গ্রেপ্তার করতে হবে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম জানান, শরীফ মাহমুদ অপু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যেহেতু উনি একজন সরকারি কর্মকর্তা, তাই এ বিষয়ে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, এই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের একটি মামলা তদন্তাধীন। দুদক তাকে গ্রেপ্তার দেখাবে কি-না তা দুদক সিদ্ধান্ত নেবে। তবে তিনি বর্তমানে ডবলমুরিং থানার পুলিশ হেফাজতে রয়েছেন। 
 

ঢাকা/রেজাউল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়