ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে নদীতে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২০ মার্চ ২০২৫  
নড়াইলে নদীতে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নবগঙ্গা নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আয়েশা খানম (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে পাঁচুড়িয়া গ্রাম সংলগ্ন নবগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আয়েশা খানম কিশোরগঞ্জের প্রবাসী রফিকুল আলমের মেয়ে। তার মাও প্রবাসী।

আয়েশা দীর্ঘদিন ধরে লোহাগড়ার পাঁচুড়িয়া গ্রামে তার খালার বাড়ি থেকে লেখাপড়া করে আসছিল এবং স্থানীয় পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও স্বজনরা সুত্রে জানা গেছে, বিকালে আয়েশা খানমসহ একদল শিশু-কিশোর বাড়ি সংলগ্ন নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার কাটতে গিয়ে আয়েশা পানিতে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসনাত আবদুল্লাহ তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/শরিফুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়