ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

গণপরিষদ নির্বাচনের দাবি জানালেন নাহিদ ইসলাম

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ২০ মার্চ ২০২৫  
গণপরিষদ নির্বাচনের দাবি জানালেন নাহিদ ইসলাম

বরিশারে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

গণপরিষদের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘‘আমরা নির্বাচন করার জন্যই নতুন রাজনৈতিক দল গঠন করেছি। তবে নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান ও সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। পুরাতন বন্দোবস্ত পরিবর্তন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে।’’

তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশ এখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন, সংস্কার, বিচারের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’’

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টায় বরিশাল ক্লাবে মতবিনিময় সভায় বক্তৃতা করেন নাহিদ ইসলাম।

সেখানে নাহিদ ইসলাম বলেন, ‘‘বাংলাদেশের এই বিপ্লব ছাত্র-জনতার হাত ধরে এসেছে। এই বিপ্লবকে ধরে রাখা ছাত্র-জনতার ঐতিহাসিক দায়িত্ব। সেই দায়িত্বের স্থান থেকে আমরা এনসিপি গঠন করেছি। আমি বিশ্বাস করেছি, একটি রাজনৈতিক দলের সূচনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফলে আমাদের জন্য ক্ষমতা থেকে জনতা গুরুত্বপূর্ণ বলে আমরা রাজপথে নেমে এসেছি।’’

তিনি আরো বলেন, ‘‘এনসিপির ব্যানারে বিভিন্ন অঙ্গ-সংগঠন তৈরি হচ্ছে। আমাদের দল দৃশ্যমান বিচার ও গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠার জন্য কাজ করবে। নতুন সংবিধানের মৌলিক সংশোধন করতে হবে। অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছেন। ন্যূনতম সংষ্কার বলে কিছু নেই। মৌলিক ও গুণগত সংস্কার এই সরকারের মাধ্যমে করতে হবে। ছাত্র-জনতা এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য, সকল হত্যার বিচার পাওয়ার জন্য। সকল হত্যার বিচার পাওয়াটা আমাদের দাবি।’’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘‘আমাদের ঐক্য ধরে রাখতে হবে। ফ্যাসিবাদ পিছনে হটলেও বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যেও তা দেখছি। তাদের চিন্তা-চেতনা একই রকম রয়েছে। যারা এই পরিবর্তন চায়নি, তাদের এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। পরিবর্তন, সংস্কার, বিচারের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’’

এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন আারিফ আদিব, ডা. মাহমুদা মিতু, তাসনিম জারা, আব্দুল হান্নান মাসুদ প্রমুখ।

ঢাকা/পলাশ/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়