ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

বরিশালে নাহিদ ইসলাম ইসলামের সামনেই ২ গ্রুপের হাতাহাতি

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২০ মার্চ ২০২৫  
বরিশালে নাহিদ ইসলাম ইসলামের সামনেই ২ গ্রুপের হাতাহাতি

আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। 

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে বরিশাল ক্লাবে মতবিনিময় করেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইমলাম। বরিশাল ক্লাবে ইফতার পরবর্তী বক্তৃতা করেন নাহিদ ইসলাম। বক্তৃতা শেষে অধিকাংশ সাংবাদিক চলে যান। এর পরই বরিশাল ক্লাবের হলরুমে বিবাদে জড়িয়ে পড়ে দু’ গ্রুপের নেতা-কর্মীরা। 

সেখানে তাদের কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে হাতাহাতি শুরু হয়ে যায়। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইকে বার বার তাদেরকে থামার জন্য অনুরোধ করলেও কেন্দ্রীয় আহ্বায়কের সামনেই হাতাহাতি চলতে থাকে। 

পরে নাহিদ ইসলাম বের হয়ে যাওয়ার সময় গাড়ির সামনেও একই চিত্র দেখা যায়। সেখানে গাড়ির পথরোধ করে এক গ্রুপ বিক্ষোভ শুরু করে। সেসময় অপর গ্রুপও সেখানে উপস্থিত হলে উত্তেজনা দেখা দেয়। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বরিশাল ক্লাবে মতবিনিময় সভায় যোগদিতে আসেন নাহিদ ইসলাম। এসময় তার সাথে এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ঢাকা/পলাশ/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়