ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২০ মার্চ ২০২৫  
গাইবান্ধায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

ফাইল ফটো

গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে মোমিন মিয়া (৫) ও মোরছালিন মিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ ঘটনা ঘটে। 

মোমিন মিয়া ওই গ্রামের নাহিদ মিয়ার ছেলে ও মোরছালিন মিয়া একই গ্রামের মাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে বাড়ির পাশে খেলছিল ওই শিশুরা। এরই মধ্যে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরের দিকে স্থানীয় এক ব্যক্তি পুকুরে তাদের একজনের মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা এসে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের অভিযোগ না থাকায় তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

ঢাকা/মাসুম/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়