ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

ঝিনাইদহে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২১ মার্চ ২০২৫   আপডেট: ০৯:০৮, ২১ মার্চ ২০২৫
ঝিনাইদহে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ফটো

ঝিনাইদহের মহেশপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে জাফর হোসেন নামের এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সামন্তা গ্রামের জীবন নগর পাড়ায় এ ঘটনা ঘটে।

জাফর হোসেন ওই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। এদিকে, এ ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

কাজীড়বেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বলেন, ‘‘গত রাত ৯টার দিকে স্থানীয় জামায়াত নেতা সাইদুর রহমান বিএনপি কর্মী জাফরকে বাড়ি থেকে ডেকে নেন। পরে জামায়াত নেতা আমিরুল ইসলামের নেতৃত্বে সংঘবদ্ধ দল তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’

অভিযোগের বিষয়ে জানতে জামায়াত নেতা সাইদুর রহমানের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।’’

ঢাকা/শাহরিয়ার/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়