ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

পটুয়াখালীর সেই পরিবারটির সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২১ মার্চ ২০২৫   আপডেট: ০৯:২৯, ২১ মার্চ ২০২৫
পটুয়াখালীর সেই পরিবারটির সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

প্রতীকী ছবি

জুলাই বিপ্লবে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি ভুক্তভোগীর মা, বোন, চাচা ও মামার সঙ্গে কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আইনি সহায়তা নিশ্চিতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হাসান মামুন, জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু, অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন প্রমুখ।

আরো পড়ুন:

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামে দ্বাদশ শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাকিব মুন্সী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়