ঢাকা     শুক্রবার   ২৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৫ ১৪৩১

যশোরে ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ আটক

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২১ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৪০, ২১ মার্চ ২০২৫
যশোরে ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ আটক

আটক কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’

যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিবকে’ আটক করেছে যশোর ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯ টার দিকে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। 

কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’ শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। সে যশোর শহরেরই বাসিন্দা।

ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, ‘ভাইপো রাকিব’ যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৭টি অস্ত্র, ৪টি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।এ সময় অভিযানে এসআই শেখ আবু হাসান অংশ নেন।

পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের ক্ষমতাকালে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজ করেছে রাকিব। যখনই যার সাপোর্ট পেতেন তার হয়েই অপরাধসহ নানা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন তিনি। রাকিবকে এর আগে একাধিকবার পুলিশ আটক করেছে। পরে জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। 

পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঢাকায় নেওয়া হয়। যশোরে ফিরে তিনি ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

ঢাকা/প্রিয়ব্রত/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়