ধান ক্ষেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বন্য হাতির দল। ফাইল ফটো
শেরপুরের নালিতাবাড়ীতে জেনারেটরের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী লাল নেংগড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিয়াউর রহমান জিয়া নামের এক কৃষককে আটক করা হয়েছে।
জানা গেছে, ফসল রক্ষায় স্থানীয় কৃষকরা জমির চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্য হাতির দল ধান ক্ষেতে কম প্রবেশ করে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে বন্য হাতির একটি দল স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমানের বোরো ধান খেতে খাবারের সন্ধানে আসে। একপর্যায়ে বৈদ্যুতিক লাইনের স্পর্শে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, ‘‘জিয়াউর রহমান জিয়া নামের এক কৃষক ফসল রক্ষায় জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে লাইট জ্বালিয়ে রাখতেন। সেই তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। মৃত হাতিটি একটি মাদী হাতি। ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হবে। এছাড়া, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হবে।’’
ঢাকা/তারিকুল/রাজীব