ঢাকা     মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ১২ ১৪৩১

সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২২ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৪৮, ২২ মার্চ ২০২৫
সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জের আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২২ মার্চ) দুপুরে র‌্যাব-১২ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপঙ্কর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সুরুজ্জামান শেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন:

এর আগে, গত ১৬ মার্চ রাতে বৈকন্ঠপুর বাজার এলাকা থেকে নিখোঁজ হন রিয়াজ উদ্দিন শেখ ও হৃদয় শেখ। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

এ ঘটনায় গত ১৭ মার্চ রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২০ মার্চ বিকেলে ধানগড়া-পাঙ্গাসী সড়কের বৈকণ্ঠপুর দক্ষিণে ভেড়াদহ সেতুর নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা মামলায় রূপান্তরিত হয়।

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়