শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শেরপুরে ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শুক্রবার (২১ মার্চ) রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন (২৩) জেলার ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে। শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে শেরপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে আহত হন সাত জন। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মুসলিম উদ্দিন ও অটোরিকশাচালক আলাউদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথেই মুসলিম উদ্দিন মারা যান।
ঢাকা/তারিকুল/রাজীব