ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে আগুনে পুড়ল ১৪ দোকান, কয়েকশ দলিল

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২২ মার্চ ২০২৫   আপডেট: ১৭:১৬, ২২ মার্চ ২০২৫
চাঁদপুরে আগুনে পুড়ল ১৪ দোকান, কয়েকশ দলিল

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে দলিল লেখকদের ১৪টি দোকান। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুম অভিযোগ করে বলেন, ‘হাজীগঞ্জ পৌরসভা ও চাঁদপুর জেলা পরিষদের মধ্যে এই মার্কেট নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। জেলা পরিষদ একাধিকবার দোকানগুলো উচ্ছেদ করতে চেয়েও ব্যর্থ হয়েছে।’’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘‘দলিল লেখকরা এসব দোকান ভাড়া নিয়ে অফিস হিসেবে ব্যবহার করে আসছিলেন। উপজেলার কয়েকশ দলিল এখানে ছিল। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।’’

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোতালেব মিয়া বলেন, ‘‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দলিল লেখকদের ১৪টি দোকান পুড়ে গেছে।’’

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়