ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ২২ মার্চ ২০২৫  
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

বিক্ষোভে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়

যুদ্ধবিরতি অগ্রাহ্য করে ফিলিস্তিনের ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর মার্কিন-ইসরাইল সাম্রাজ্যবাদী শক্তির বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে সদর উপজেলার দারিয়াপুর বন্দরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

দারিয়াপুর অঞ্চল শাখার সংগঠক ধনঞ্জয় কুমার নীহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, কামরুল হাসান বসুনিয়া, মোখলেছুর রহমান, কল্লোল কুমার বর্মন, তাসিফ আহমেদ, জিহাদ হোসেন প্রমুখ। এর আগে তারা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন। 

বক্তারা বলেন, ‘‘অবিলম্বে ফিলিস্তিনে এই নৃশংস হামলা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি, আপনারা এই ইসরাইলকে থামান এবং নিরীহ মানুষদের পাশে দাঁড়ান, তাদের রক্ষা করুন। তারা পুঁজিবাদী বাহিনী এবং আমেরিকার মদদে এই হামলা চালাচ্ছে।’’ 

তারা আরো বলেন, ‘‘পার্শ্ববর্তী দেশসহ সবার প্রতি আহ্বান, আপনারা এগিয়ে আসুন।’’ 

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস বলেন, ‘‘যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল যে হামলা করছে, সেটি গণহত্যা। কোলের শিশু সন্তানদের তারা পাখির মতো হত্যা করছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ফিলিস্তিনের ছোট, বড়, বৃদ্ধ এদিক সেদিক ছোটাছুটি করছে। এর পিছনে সাম্রাজ্যবাদী আমেরিকার মদদ রয়েছে। হামলায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পর্যন্ত নেওয়ার উপায় নেই। মিসাইল দিয়ে হাসপাতালগুলো ধ্বংস করা হচ্ছে, যাতে সেখানকার মানুষ চিকিৎসার অভাবে মারা যায়।’’ 

তিনি আরো বলেন, ‘‘ফিলিস্তিনে খাবার ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এটি মানবিক দৃষ্টিকোণ থেকে নির্মম এবং ভয়াবহ।’’ 

অবিলম্বে এই হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
 

ঢাকা/মাসুম/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়