সিলেটে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সিলেট মহানগরীতে একটি মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের হাতিমবাগ জামে মসজিদে এই ঘটনা ঘটলেও জানাজানি হয় শনিবার (২২ মার্চ)।
সিলেট সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাকিব বলেন, ‘‘সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি ছেলে দানবাক্স ভেঙে টাকা নিয়ে যাচ্ছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।’’
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘দানবাক্স ভেঙে টাকা চুরির বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে, এখনো চুরি যাওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।’’
ঢাকা/নূর/রাজীব