ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ২২ মার্চ ২০২৫  
ফেনীতে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে চুরির অভিযোগে গণপিটুনিতে লিটন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চর হকদি গ্রামের হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকেন লিটনসহ তিন জন। বাড়ির লোকজন টের পেলে চোর চক্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুজন পালিয়ে গেলেও লিটনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন, ‘‘চুরির অভিযোগে গণপিটুনিতে লিটন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিন বছর আগেও চুরির অভিযোগে এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়েছিল।’’

ঢাকা/সাহাব/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়