ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

কুড়িগ্রামের ভিজিএফের ৩৮০০ কেজি চাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ২২ মার্চ ২০২৫   আপডেট: ২০:০১, ২২ মার্চ ২০২৫
কুড়িগ্রামের ভিজিএফের ৩৮০০ কেজি চাল জব্দ

জব্দকৃত চাল

ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে শুক্রবার (২১ মার্চ) নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে পরিষদে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এই ইউনিয়নের ৪ হাজার ৭২৬টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৭ দশমিক ২৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। 

শনিবার (২২ মার্চ) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী হাফেজিয়া মাদরাসা থেকে বিতরণের জন্য আনা ৩ হাজার ৮০০ কেজি চাল জব্দ করেন। এলাকাবাসীর অভিযোগ, ট্যাগ অফিসার দায়িত্বে অবহেলার কারণে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা নিজেদের লোকজন দিয়ে চাল উত্তোলন করে নিচ্ছেন। ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। 

কালিগঞ্জে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজালাল অভিযোগ করেন, “ব্যক্তির নিজ নামে স্লিপ দেওয়ার কথা থাকলেও একজনের স্লিপের চাল উত্তোলন করছেন আরেকজন।”

আরো পড়ুন:

একই ইউনিয়নের লুৎফর রহমান বলেন, “প্রদানকৃত স্লিপের ওপর সুবিধাভোগীর নাম না থাকলেও বিক্রয়কৃত স্লিপের চাল উত্তোলন করে নিচ্ছেন ব্যবসায়ীরা।”

ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেন বলেন, “চেয়ারম্যান ও মেম্বাররা নিজস্ব লোকজন দিয়ে চাল উত্তোলন করে নিচ্ছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা চাল পাচ্ছে না।”

অনিয়মের বিষয়ে ট্যাগ অফিসার নুর কুতুবুল আলমের কাছে জানতে চাইলে তথ্য প্রদান করতে অপারগতা প্রকাশ করেন তিনি। এই কর্মকর্তা বলেন, “আপনাদের যা করণীয় করেন।” 

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে একাধিক বার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতার তথ্য মতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলায় মোট ৪ লাখ ৬৯ হাজার ৪৯৯টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট  ৪ হাজার ৬৯৪ দশমিক ৯৯ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “চাল জব্দ করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়