ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৭

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২২ মার্চ ২০২৫  
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৭

কক্সবাজারের টেকনাফ উপকূল এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ সাত মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ও র‍্যাব। 

শনিবার (২২ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

আটককৃতরা হলেন- সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), আব্দুল্লাহ (২০), রিয়াজ উদ্দীন (১৯), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। তারা সবাই টেকনাফের বাসিন্দা।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরের দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ শাহপরীর দ্বীপ স্টেশন ও র‍্যাব-১৫, সিপিসি-১ এর যৌথ অভিযানে টেকনাফের সমুদ্র উপকূল এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করা হয়। ইঞ্জিন রুমের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় সাত মাদক কারবারিকে আটক করা হয়।

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়