ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন, যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২২ মার্চ ২০২৫   আপডেট: ২১:৫০, ২২ মার্চ ২০২৫
শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন, যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের পর গহীন পাহাড়ে ফেলে দেওয়া এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

নিহত মোহাম্মদ রাসেল (২৫) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকার আবুল কালামের ছেলে।

নৌবাহিনীর বরাতে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শনিবার সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া এলাকায় রাসেলকে তার শ্বশুরবাড়ি থেকে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর করতে করতে কচ্ছপিয়া এলাকার পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে নৌবাহিনীর একটি দল তাকে উদ্ধারে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রাসেলকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়।

নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, চিকিৎসকরা জানিয়েছেন- নিহতের শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছিল।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়