কিশোরগঞ্জে ছুরিকাঘাতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁ।
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলার চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের কমিটি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
শনিবার (২২ মার্চ) দুপুরের এ ঘটনায় ইতোমধ্যে দুই জনকে আটক করেছে পুলিশ। এতে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা।
স্বামী মৃত্যু শয্যায় হাসপাতালে ভর্তি। এর মধ্যে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারালো আদরের সন্তান আশিক খাঁ। বুকের ধন হারিয়ে আহাজারি থামছে না নিহত আশিকের মা রিতা বেগমের।
স্বজনরা জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের আহ্বায়ক কমিটির বিষয়ে আজ দুপুরে স্কুল প্রাঙ্গণে মিটিং চলছিল। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মাঝে কাটাকাটি শুরু হয়। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় নুরুজ্জামান চন্দনের পক্ষের সমর্থক আশিক খাঁ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত আশিকের মরদেহ নিয়ে কটিয়াদীতে মিছিল করে এলাকাবাসী।
হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে।
নিহত আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। তিনি মালদ্বীপ থাকতেন। ১৫ দিন আগে দেশে ফিরেছেন।
ঢাকা/রুমন/এস