ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

হবিগঞ্জ শহরে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২৩ মার্চ ২০২৫  
হবিগঞ্জ শহরে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

আটক আল মুহিদ চৌধুরী

হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মুহিদ চৌধুরীকে (২২) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

আল মুহিদ চৌধুরী জেলা সদরে ইনাতাবাদ এলাকার কাইয়ুম চৌধুরীর ছেলে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ইনাতাবাদ এলাকায় ঘুরাফেরা করছিলেন ওই ছাত্রলীগ নেতা। এ সময় একদল যুবক তাকে আটক করে মারধর করে বলে অভিযোগ। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় মুহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা/মামুন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়