ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

‘অশ্লীলতার’ অভিযোগে ‘কথিত’ পীরের মাজার গুড়িয়ে দিল এলাকাবাসী

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২৩ মার্চ ২০২৫  
‘অশ্লীলতার’ অভিযোগে ‘কথিত’ পীরের মাজার গুড়িয়ে দিল এলাকাবাসী

কথিত পীরের মাজার শনিবার সকালে ভেঙে গুড়িয়ে দেন এলাকাবাসী

মাজার শরীফের অন্তরালে ‘অশ্লীলতার’ অভিযোগ তুলে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে ‘কথিত’ পীরের মাজার ভাঙচুরের পর আগুন দিয়েছেন এলাকাবাসী। শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়নের কায়েমকোলা গ্রামে ঘটনাটি ঘটে।

দোগাছী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সোহলে রানা বলেন, “কায়েককোলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে সাঈদ নামের এক ব্যাক্তি নিজেকে পীর দাবি করে কয়েক বছর আগে নিজ বাড়িতে মাজার গড়ে তোলেন। তিনি সেখানে বিভিন্ন মাদক সেবনের পাশাপাশি অশ্লীলতা কাজকর্ম করতেন বলে অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী তাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার কথা বললেও তিনি কারো কথা শোনেননি।” 

তিনি বলেন, “চারদিন আগে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ এসেও তাকে নিষেধ করেছে। তিনি ৯দেলোয়ার হোসেন ওরফে সাঈদ) থানায় এমন কাজ আর করবেন না বলে মুচলেকাও দিয়ে আসেন। তবে, তিনি আবারো একই কাজ শুরু করেন।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “গতকাল শনিবার সকালে সেখানে একটি মানববন্ধন আয়োজন করেন স্থানীয়রা। এতে কথিত পীরের কিছু মুরিদ বাধা দেওয়ারও চেষ্টা করে। পরে এলাকাবাসী একজোট হয়ে সকাল ১১টার দিকে দেলোয়ার হোসেন ওরফে সাঈদ এর বাড়িতে গড়ে তোলা কথিত মাজার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এর আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যান দেলোয়ার হোসেন ওরফে সাঈদ।”

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। এলাকাবাসীর ভাষ্য, ওই লোক একজন ভণ্ড পীর।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়