ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) সেহরির সময় তল্লা মসজিদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন- হারুন অর রশিদ (৬০), তার স্ত্রী রুনা আক্তার (৪০) ও মিম (১৭)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “সকালের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে হারুন অর রশিদের শরীরের ১ শতাংশ, রুনা আক্তার এর শরীরের ৬২ শতাংশ ও মিমের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে। রুনা আক্তারকে ভর্তি দেওয়া হয়েছে। বাকি দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে।”
ঢাকা/অনিক/মাসুদ