ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

পূবাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৩ মার্চ ২০২৫  
পূবাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনা কবলিত ট্রাক ও ইজিবাইক

গাজীপুরের পূবাইলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক হানিফ মিয়া (৩৫) ও যাত্রী সাহেদ সাব্বির (২৫) নামে দুইজন নিহত হয়েছেন। 

রবিবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় ঘটনাটি ঘটে। পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। 

নিহত হানিফ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরবাদ গ্রামের বাসিন্দা। ইজিবাইকের যাত্রী সাব্বির একই থানাধীন মাজুখান গ্রামের বাসিন্দা। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, সকালে টঙ্গীগামী একটি দ্রুত গতির ট্রাক পূবাইলগামী ব্যাটারচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।

ওসি আমিরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধারে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়