চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এসময় একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত সিগারেটের পরিমাণ ৬ হাজার ৩৮০ কার্টন।
রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ ভ্যানের চালক মো. বাদশা (২৬)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল আমান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) ওরিস ও মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ