হিলিতে তেলের লরি খাদে পড়ে নিহত ২
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কে রবিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি লরি খাদে পড়ে যায়
দিনাজপুরের হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি লরি খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাতখোড় গ্রামের সুরত মন্ডলের ছেলে লরির হেলপার রাসেল (৩৬) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের সাব্বির (৩৪)।
হিলি থানার ওসি তদন্ত এসএম জাহাঙ্গীর আলম বলেন, “পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি লরি আজ দুপুর ১টার দিকে পার্বতীপুরে তেল নেওয়ার জন্য যাচ্ছিল। হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এসময় লরিটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলের লরির হেলপার ও এক ব্যক্তি মারা যান। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
ঢাকা/মোসলেম/মাসুদ