ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২৩ মার্চ ২০২৫   আপডেট: ১৭:২৭, ২৩ মার্চ ২০২৫
জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আখতার হোসেন জামিন পেয়েছেন।

রবিবার (২৩ মার্চ) দুপুরে শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ছগির আহমদ তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।

এর আগে, ভোরে জেলার জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আখতার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের ছেলে।

শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘‘শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট নগরীর একটি কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুপক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এতে মাহবুবুর রহমান শান্ত নামের এক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শান্ত বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার তিন নম্বর আসামি।’’

ঢাকা/নূর/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়