ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২৩ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৫৪, ২৩ মার্চ ২০২৫
কিশোরগঞ্জে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা কারাগারে

গ্রেপ্তার জাকির হোসেন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রবিবার (২৩ মার্চ) দুপুরে পুলিশ জাকির হোসেনকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন:

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী এ সব বিষয়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। পরে রাতেই তাকে গ্রেপ্তার করার পর রবিবার (২৩ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার শ্রীনগর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘ দিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছিলেন জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী নারী। এতে অভিযুক্ত জাকির হোসেন অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেন ওই নারী। স্বজনরা তাকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জেলার বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। 
 

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়