ভারতে প্রবেশের চেষ্টা, সীমান্তে ১৫ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
রবিবার (২৩ মার্চ) বিকেলে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটককৃতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মো. মিরাজ (২৭), নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বড় নাল গ্রামের উজ্জ্বল মোল্লা (২৮), খুলনার দৌলতপুরের বিএল রোডের সোহাগ শিকদারের ছেলে শাকিল শিকদার (২২), কুষ্টিয়ার ভেড়ামারার হালদারপাড়ার সহাদবের ছেলে সুব্রত বিশ্বাস (১৮), বাগেরহাটের মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২৮) ও ঢাকার মোহাম্মদপুরের শেরে বাংলা রোডের অশোক বালা (৪৫)।
বিজিবি সূত্র জানিয়েছে, বাঘাডাংগা বিওপির হাবিলদার জিনারুল ইসলামের নেতৃত্বে টহল চলাকালে কাঞ্চনপুর গ্রামের রাস্তা থেকে আট বাংলাদেশিকে আটক করে বিজিবি। এছাড়া, খোসালপুর বিওপির হাবিলদার শিকদার ইউনুসের নেতৃত্বে টহল দল নারী-শিশুসহ সাত জনকে আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘‘পৃথক অভিযানে আটক নয় নারী-শিশুকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি ছয় জনকে পাসপোর্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।’’
ঢাকা/শাহরিয়ার/রাজীব