কুড়িগ্রামে খালে ডুবে ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কচাকাটা থানা এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।
মারা যাওয়া রিয়া মণির দাদা শামসুল ফকির জানান, ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয় আতিকুর। এসময় তারা বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়।
রিয়া মণির ফুপা ইছামুদ্দিন জানান, দুপুরের পর থেকে তাদের দুইজনকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখতে পাওয়া যায়। মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ওসি নাজমুল আলম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/বাদশাহ/মাসুদ