দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যাওয়া ট্রাক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা আলু বোঝাই একটি ট্রাককে পিছনে থেকে দ্রুতগামী অপর একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসান আলী (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত হাসান আলী আলুবাহী ট্রাকের হেল্পার। এ ঘটনায় দুর্ঘটনার শিকার ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী ভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাতে মালবোঝাই একটি ট্রাক দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার সময় খলসী এলাকায় পৌঁছালে ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। ট্রাকটি সড়কের পাশে রেখে তারা ইঞ্জিন মেরামত করছিল। ওই সময় ঘোড়াঘাট থেকে গোবিন্দগঞ্জগামী আরেকটি ট্রাক দ্রুতগতিতে এসে থেমে থাকা ওই ট্রাকে ধাক্কা দেয়। তখন দুটি ট্রাকই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে হেল্পার হাসান ঘটনাস্থলেই নিহত হয়। আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি রেখে চালক ও হেল্পার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে, দুর্ঘটনার শিকার দুটো ট্রাক আমাদের হেফাজতে রয়েছে।”
ঢাকা/লুমেন/টিপু