ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

ছাত্রদল নেতাকে ‘হত্যার’ হুমকি, থানায় জিডি

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ১৩:০১, ২৪ মার্চ ২০২৫
ছাত্রদল নেতাকে ‘হত্যার’ হুমকি, থানায় জিডি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছাত্রদলের এক নেতাকে ‘হত্যার’ হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

সোমবার (২৪ মার্চ) গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ছাত্রদল নেতা মো. কামরুল হাসান আকাশ। তিনি নিজেই বাদী হয়ে গত শুক্রবার (২১ মার্চ) কবিরহাট থানায় জিডিটি করেন।

ছাত্রদল নেতা আকাশ কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবগ্রামের আব্দুল গনির ছেলে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

আরো পড়ুন:

অভিযুক্তরা হলেন- একই গ্রামের আবদুল আলী ওরফে ধনু মেম্বারের ছেলে ও ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাকিম সুজন (৩৮), মৃত বসু মাঝির ছেলে সফি উল্যাহ হেন্জু মাঝি, আব্দুল হাসেমের ছেলে আব্দুল মালেক ও মৃত মো. চৌধুরী মিয়ার ছেলে মো. ইউনুছ।  

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এক নম্বর বিবাদী গত বছরের ৮ আগস্ট আকাশকে হত্যার জন্য সন্ত্রাসীদের নির্দেশ দেন। বাদী গোপনসূত্রে ওই ঘটনার একটি অডিও ক্লিপ পেয়েছেন। এরপর থেকে বিবাদী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন। এ কারণে বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি সাধারণ ডায়েরি করেছেন।

ধানসিঁড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাকিম সুজন অডিও ক্লিপের ভয়েস তার বলে নিশ্চিত করেন। তিনি বলেন, “যে কথা হয়েছে, সেটা ছাত্রদল নেতা আকাশকে নিয়ে নয়।”

ছাত্রদল নেতা মো. কামরুল হাসান আকাশ বলেন, “এলাকায় সুজনের অপকর্মের প্রতিবাদ করায় তিনি আমার ওপর ক্ষিপ্ত। এছাড়া, এলাকাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাকে পছন্দ করে। এটিও একটি কারণ হতে পারে। সুজন গত বছরের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে এলাকায় চলাফেলা শুরু করেন। আমি সেটিরও প্রতিবাদ করেছি। এসব নিয়ে তিনি আমার ওপর হামলার পরিকল্পনা করেন।” 

তিনি আরো বলেন, “বাড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে অথবা চট্টগ্রাম থেকে বাড়িতে আসার পথে যে কোনো সময় আমার ওপর তিনি হামলা করতে পারেন। কল রেকর্ড পাওয়ার পর আমি থানায় জিডি করেছি। আশা করি, কর্তৃপক্ষ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, “ছাত্রদল নেতার পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” 

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়