ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৪ মার্চ ২০২৫  
ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

উদ্ধারকৃত নবজাতক

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় একটি নবজাতক করা উদ্ধার হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৯টায় উপজেলায় জামালপুর ইউনিয়নে মহেসালী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

স্থানীয় শানু আক্তার জানান, সকালে জমিতে কাজ করতে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। একটু ভিতরে গিয়ে দেখেন, একটি মেয়ে নবজাতক কান্না করছে। এরপর নবজাতকটি উদ্ধার করে তিনি বাসায় নিয়ে আসেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, বাচ্চাটির পিতামাতার খোঁজ করা হচ্ছে। যদি খুঁজে পাওয়া যায়, তাদের কাছে হস্তান্তর করা হবে। না হয় শিশুটিকে নিজের কাছে রাখতে ইচ্ছুক থাকলে তাকে বিবেচনায় নেওয়া হবে।

আরো পড়ুন:

ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান জানান, শিশুটি প্রাথমিকভাবে সুস্থ বলে মনে হয়েছে। তবে যেহেতু দীর্ঘ সময় খালি গায়ে মাটিতে পড়ে ছিল, তাই স্বাস্থ্য পরীক্ষার জন্যে হাসপাতালে নেওয়া হবে।

ঢাকা/হিমেল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়