ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২৪ মার্চ ২০২৫  
কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম বাজারের পৌর মিলনায়তনে কামরুল হুদা গ্রুপ ও ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল-সাজেদুর রহমান মোল্লা হিরণ গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে রয়েছেন- পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুন্সীরহাট ইউনিয়ন যুবদলের কর্মী সবুজ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হিলাল উদ্দিন বলেন, ‘‘সাংগঠনিক সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।’’

ঢাকা/রুবেল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়