মায়ের মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রতীকী ছবি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মা। এ খবর শুনে অসুস্থ হয়ে পড়েন ছেলে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সোমবার (২৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মা-ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুজন হলেন- মোছাম্মত কতবানু (৮৫) ও তার ছেলে ছাদেকুল ইসলাম ছাদির (৬৫)।
ছাদেকুল ইসলাম ছাদির। ফাইল ফটো
মৃত ছাদকুল ইসলামের জামাতা মো. রাসেল খান বলেন, ‘‘দাদি শাশুড়ি কতবানু সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর শুনে শ্বশুর ছাদেকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাই।’’
‘‘সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হার্ট অ্যাটাকে পথেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাদ যোহর জানাজা শেষে মা-ছেলের লাশ দাফন করা হবে।’’- যোগ করেন তিনি।
ঢাকা/রুবেল/রাজীব