ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

নাটোরে বিরল প্রজাতির মেছো বিড়ালের ছানা উদ্ধার

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২৫ মার্চ ২০২৫   আপডেট: ১১:৪৫, ২৫ মার্চ ২০২৫
নাটোরে বিরল প্রজাতির মেছো বিড়ালের ছানা উদ্ধার

উদ্ধারকৃত মেছো বিড়ালের ছানা

নাটোরের বাগাতিপাড়ায় ভূট্টা ক্ষেত থেকে বিরল প্রজাতির দুটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বাগাতিপাড়া উপজেলার হাটদৌল গ্রামের একটি ভূট্টা ক্ষেতে কুকুররা তাড়া করায় বিড়াল ছানাগুলোকে দেখতে পান স্থানীয়রা। পরে তা উদ্ধার করে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) মাধ্যমে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বিবিসিএফ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফজলে রাব্বী বলেন, “উদ্ধারকৃত বিরল প্রজাতির বিড়াল দুটিকে ফিশিং ক্যাট বা মেছো বিড়াল বলা হয়ে থাকে। এরা লোকালয়ের কাছাকাছি থাকে। কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খায়। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে ছানাগুলোর মা লোকালয়ে আসে এবং তখন তাদের জন্ম হয়।”

হাটদৌল গ্রামের আশুরা জান্নাত নামের এক নারী জানান, ওই গ্রামের একটি ভূট্টা ক্ষেতে চারটি বিড়াল ছানাকে কুকুররা তাড়া করছে দেখে তিনিসহ এলাকার অনেকে কাছে গিয়ে এই দুটি বিড়াল ছানাকে উদ্ধার করেন। বাকি দুটি কুকুরে খেয়ে ফেলেছে।

বিড়াল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা ও এশিয়ান টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান।

ঢাকা/আরিফুল/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়