ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

সোনামসজিদ স্থলবন্দরে ছুটি ৯দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৬ মার্চ ২০২৫   আপডেট: ১২:০৯, ২৬ মার্চ ২০২৫
সোনামসজিদ স্থলবন্দরে ছুটি ৯দিন

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৯দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। স্থলবন্দর বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে চালু থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, ঈদুল ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ ৯দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৬ এপ্রিল সকাল থেকে স্বাভাবিক হবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

আরো পড়ুন:

পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতর উপলক্ষে ৯দিনের জন্য বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ছুটি শেষে যথা নিয়মে আবারও শুরু হবে বন্দরের কার্যক্রম।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বলেন, ঈদুল ফিতরের ছুটির বিষয়টি ভারতের মহদিপুর স্থলবন্দর কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও এক্সপোটার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়