ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

রাঙ্গুনিয়ায় আহত আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৬ মার্চ ২০২৫  
রাঙ্গুনিয়ায় আহত আ.লীগ নেতার মৃত্যু

নুরুল ইসলাম তালুকদার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে সন্ত্রাসীদের হামলায় আহত আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তালুকদার (৭০) মারা গেছেন।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে, গতকাল মঙ্গলবার তার ওপর হামলা হয়। 

নিহত নুরুল ইসলাম তালুকদার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মিরের খিল বাজারের ব্যবসায়ী ছিলেন।  

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সরফভাটা মীরেরখীল বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন নুরুল ইসলাম তালুকদার। এসময় কিছু সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা তাকে দোকান থেকে রাস্তায় এনে মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নুরুল ইসলাম তালুকদারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ মর্গে পাঠানা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।” 

ঢাকা/রেজাউল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়