ডিসেম্বরের আগেই দেশে নির্বাচন সম্ভব: প্রিন্স
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রুহিন হোসেন প্রিন্স
ভালো সংস্কার করে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, “ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেনো তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি।”
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, “আমরা বলেছি, নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে। আমরা মনে করি, এতদিন সময় গেলো, এটা কালক্ষেপণ হলো। যাদের দায়িত্ব (নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশন) দেওয়া হয়েছে, তাদের যদি বলা হতো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভালো নির্বাচন কীভাবে করা যাবে আলোচনা করতে, তাহলে তারা বিষয়টি উত্থাপন করতো।”
তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলছি, আগামীকাল থেকে ওই টিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক, যে নির্বাচন ব্যবস্থা কি করে সংস্কার করে ভালো নির্বাচন করা যায়, দুই মাসও সময় লাগবে না। অতএব ভালো সংস্কার করে নির্বাচন ডিসেম্বরে কেনো তার আগেই বাংলাদেশে সম্ভব বলে আমরা মনে করি।”
এ সময় তার সঙ্গে সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাব্বির/মাসুদ